Breaking
26 Dec 2024, Thu

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার

বাঁকুড়া : সোমবার সাতসকালে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম সন্ধ্যা ঘোষ(৬৩)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার সাহারজোড়া গ্রামের ঘোষপাড়ায়। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে ওই বৃদ্ধা প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসা মাত্রই একটি হাতির সামনে তিনি পড়ে যান। হাতির আক্রমনেই ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর দাবি। পরে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন।

Developed by