Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম শহরের ফুটপাত খালি করার নির্দেশ দিল পুরসভা

ঝাড়গ্রাম : সোমবার ঝাড়গ্রাম শহরের ফুটপাত খালি করতে পথে নামলেন পুরকর্মীরা। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে শুরু করে রেল স্টেশন পর্যন্ত এবং সুভাষচক থেকে শিবমন্দির মোড় হয়ে ফের পাঁচমাথা মোড় পর্যন্ত এলাকা গুলি এদিন পরিদর্শন করেন ঝাড়গ্রাম পুরসভার নির্বাহী আধিকারিক তুষার শতপথি সহ পুরসভার কর্মীরা। রাস্তা দখল করে ঠেলা গাড়ি ও দোকান পাতার ফলে গতকাল এক পৌরসভার ট্রাক্টর ডাইভার গাড়ি নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে যায় একটি মোটরসাইকেল। তারপর সেখানে উপস্থিত কিছু লোক ট্রাক্টর আটকে পুরসভার গাড়ির ড্রাইভার হরেন মাহাতোকে মারধর করে। ওই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তাই আজ সকাল থেকেই ফুটপাত খালি করতে পথে নামে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন সমস্ত দোকানদারদের ফুটপাতে মাল রাখতে নিষেধ করে সতর্ক করা হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ফুটপাত যেন পরিষ্কার থাকে।

Developed by