Breaking
24 Dec 2024, Tue

ভোটের মুখে উদ্ধার ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার

ডেস্ক : সোমবার সকালে উত্তর ২৪ পরগনার সোদপুরে বেশকিছু মাওবাদী পোষ্টার উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে সোদপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় সোদপুর রিক্সাস্ট্যান্ড, অটোস্ট্যান্ড, ফেরিঘাট এবং ডাকঘর সংলগ্ন এলাকায় মাওবাদী সংগঠনের নাম করে ছাপানো পোষ্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন,’এদিন ভোরবেলায় ওই পোষ্টার দেখতে পাওয়া গিয়েছে। পোষ্টারে মাওবাদী নেতা সুদীপ চোঙদারের মৃত্যুর নিন্দা করা হয়েছে। আবার বিজেপি সরকারকে যুদ্ধবাজ আখ্যা দিয়ে বিজেপির বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাকও দেওয়া হয়েছে।’ সকালে স্থানীয় বাসিন্দারা এই পোষ্টার দেখতে পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরে খড়দা থানার পুলিশ এসে ওই মাওবাদী নামাঙ্কিত পোষ্টার ছিঁড়ে দেয় ।

Developed by