Breaking
24 Dec 2024, Tue

প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করেই বন্ধ ঝাড়গ্রাম শহরের ওষুধ দোকান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম মহকুমা শাসকের স্বাক্ষরিত রাতে খোলা একমাসের ওষুধ দোকানের তালিকা ঝুলছে হাসপাতালে জরুরি বিভাগের সামনে। ওই নির্দেশিকায় পরিষ্কার লেখা রয়েছে রাত্রি ১০ টা থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত খোলা থাকবে ওষুধ দোকান। প্রতিদিন জেলা শহরের একটি করে ওষুধ দোকান খোলা থাকার কথা। শুধু তা নয়, মহকুমা শাসকের স্বাক্ষরিত সেই তালিকা বিভিন্ন জায়গায় দেওয়াও আছে। কারন রাতবিরেতে সাধারণ মানুষ ওষুধ প্রয়োজনে কিনতে পারেন। রবিবার ১০ মার্চ শহরের কনক মেডিক্যাল খোলা থাকার কথা। যা খাতায়-কলমে রয়েছে। কিন্ত বাস্তবে নেই। মানুষজনের অভিযোগ রাতে বেশিরভাগ ওষুধ খোলা থাকে না। ওই অভিযোগের সত্যতা যাচাই করতে ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’ এর সাংবাদিক আজ গিয়েছিলেন দশটা নাগাদ। কিন্তু গিয়ে দেখলেন দোকান বন্ধ। দোকানের বাইরের দিকে তালা ঝোলানো। পাশের দোকানের একজন কর্মচারী শ্যামল পালোই পরিচয় দিয়ে বললেন,’এখন আর খুলবে না। বন্ধ ওষুধ দোকান।’

Developed by