Breaking
24 Dec 2024, Tue

বিজেপি নয়, লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে আলোচনার পথ খোলা রাখল আদিবাসী সমন্বয় মঞ্চ

নিউজ ফ্ল্যাশ ডেক্স: রবিবার বিকেলে আদিবাসী সমন্বয় মঞ্চের সভাপতি বাবলু মুর্মু সাংবাদিক বৈঠক ডেকে বলেন,’ ঝাড়গ্রাম,মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বোলপুর এই ছয়টি কেন্দ্রে আমাদের প্রার্থী ভোটে দাঁড়াবে।’ আপনারা কি কোন রাজনৈতিক দলের সাথে জোট করবেন? উত্তরে বাবলু বলেন,’আদিবাসী বিরোধী বিজেপির সঙ্গে আমরা জোট করবো না।’ তাহলে কি শাসকদল তৃনমূলের সঙ্গে সমঝোতা করবেন? কৌশলী উত্তর দিয়ে বাবলু বলেন,’আদিবাসীদরদি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এলে আলাপ আলোচনা করতে পারি। তবে জোট বা সমাঝোতার কোন আলোচনাই হয়নি এখনও।’

Developed by