Breaking
27 Dec 2024, Fri

লোকাল ট্রেন চালানো সহ দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবীতে বেলদাতে মিছিল

পশ্চিম মেদিনীপুর:- বেলদা তে চালু হোক একজোড়া লোকাল ট্রেন,স্টেশনে দাঁড়াক ভিল্লুপুরম কিংবা দূরপাল্লার বিশেষ ট্রেন গুলি, বেলদা কেশিয়াড়ি মোড় রেল গেটের উপর তৈরি হোক ওভারব্রিজ সহ একাধিক দাবিতে বেলদা শহরে মিছিল ও পথসভা সংগঠিত করে বেলদা- হাওড়া লোকাল বাঁচাও কমিটি।রবিবার বিকেলে বেলদার কেশিয়াড়ি মোড় থেকে মিছিল শুরু করে বেলদা স্টেশন হয়ে বেলদা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই দিনের অনুষ্ঠান শেষ হয়।এই মিছিলে অংশ নেয় প্রাক্তন শিক্ষক প্রদীপ দাস,ব্যবসায়ী রামলাল রাঠি,বিশিষ্ট রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের সদস্য তাপস মহাপাত্র,তাপস জানা,সুশান্ত পানিগ্রাহী সহ প্রমূখ ব্যক্তিত্ব।

Developed by