Breaking
26 Dec 2024, Thu

ভোটের দিন ঘোষণার দিনে বিস্ফোরণ বেলদায়

পশ্চিম মেদিনীপুর:- ভোটের দিন ঘোষণার দিন বিস্ফোরণের প্রবল আওয়াজে কেঁপে উঠল বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া গ্রাম। রবিবার বিকেলে এই বিস্ফোরণে কেঁপে উঠে এলাকা।জানা গিয়েছে ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ হয়।আহত হয় ধীরেন্দ্রনাথ জানা এক ব্যক্তি।বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে এলাকার পার্শ্ববর্তী বাড়ির দরজা এবং জানালার কাচ ফেটে পড়ে।এই প্রবল বিস্ফোরণে উড়ে যায় ভগবান খাঁকারির বাড়ির একাংশ।পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে আহত ধীরেন্দ্রনাথ জানাকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।তবে কি কারণে এই বিস্ফোরণ জানতে পারেনি কেউই।তদন্তে বেলদা থানার পুলিশ।

Developed by