Breaking
25 Dec 2024, Wed

শাবলমারা থেকে চিচিড়া ৮ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হল ১৭ কোটি ৮০ লক্ষ টাকা

ঝাড়গ্রাম : দীর্ঘদিন ধরে শাবলমারা থেকে চিচিড়া ৮ কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় যান চলাচলের জন্য খারাপ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ১৭ কোটি ৮০ লক্ষ টাকা। আজ আনুষ্ঠানিক ভাবে ওই রাস্তার কাজ শুরু হয়। অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো, বিশিষ্ট সমাজসেবী দুর্গেশ মল্লদেব, অর্জুন হাঁসদা প্রমুখ। পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো সংকল্প করে নারকেল ফাটিয়ে পুজো দেন। তারপর কাজ শুরু হয়।

Developed by