নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিজেপির এমএলসি ও খ্যাতনামা শিয়া মুসলিম নেতা বুক্কাল নবাব আজ হমুমান চল্লিশা পাঠের আয়োজন করেছিলেন। এই হনুমান চল্লিশা পাঠের পেছনে একটা বিশেষ কারণ ছিল। বিশেষ ব্যাপার এই যে বুক্কাল নবাব নিজে হমুমান চল্লিশার পাঠ করেছিলেন। হনুমান চল্লিশা পাঠের আয়োজন উনি সেই মন্দিরে করেছিলেন যেটা উনার পরিবার বানিয়েছে।
আসলে বুক্কাল নবাব এর পিতা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। উনার আত্মার শান্তি কামনার জন্যেই উনি হনুমান চল্লিশা পাঠের আয়োজন করেছিলেন। দেশের কট্টরপন্থীরা বুক্কাল নবাবের কাজে চটে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শুরু করেছে। যদিও বুক্কাল নবাব কট্টরপন্থী জিহাদীদের মন্তব্যে কোনো সাড়া না দিয়ে নিজের কাজ করে চলেছেন।
জানিয়ে দি, বুক্কাল নবাব এর আগে কয়েকবার এই ধরনের কাজ করেছেন যা কট্টরপন্থীরা তীব্র বিরোধিতা করে। বুক্কাল নবাব বহুবার পূঁজা, আরতির আয়োজন করেছেন। আর আজ উনি নিজের পিতার আত্মার শান্তির জন্য হমুমান চল্লিশার পাঠ করেছেন। বুক্কাল নবাব একজন সিয়া মুসলিম হলেও উনি মনে প্রানে ভারতীয় সঙ্গস্কৃতিকে পালন করেন।