Breaking
2 Nov 2024, Sat

মাঝ আকাশে ভেঙে পড়লো যাত্রী বোঝাই বিমান

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভেঙে পড়লো যাত্রীবোঝাই বিমান। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান ইটি ৩০২। নাইরোবিগামী বোয়িং ৭৩৭–৮০০ ম্যাক্স বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী এবং আটজন বিমানকর্মী।

রবিবার সকাল ৮.‌৪৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে দক্ষিণপূর্বের ছোট শহর বিশোফ্‌তুতে ভেঙে পড়েছে ইটি ৩০২।

এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, আদিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল ৮.‌৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইটি ৩০২। নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০.‌২৫ মিনিটে অবতরণের কথা ছিল বিমানের। কিন্ত ওড়ার ছয় মিনিটের মধ্যেই বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি–র। ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী এবং তদন্তকারী দল।

Developed by