Breaking
2 Nov 2024, Sat

ব্যাঘে তুলে নিয়ে গেল মহিলাকে, আতঙ্ক সুন্দরবনে

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সুন্দরবনের পঞ্চমুখানি (২) তথা লম্বা বাঁকির কাছে কাঁকড়া ধরার সময় এক মহিলা মৎস্যজীবীকে নৌকা থেকে টেনে নিয়ে গেল বাঘ। দুপুরে ঘটনাটি ঘটলেও বিকেল পর্যন্ত মহিলাকে উদ্ধার করতে পারেনি সঙ্গীরা। তাঁর নাম ভগবতী মণ্ডল (৪০)। তাঁর বাড়ি গোসাবা ব্লকের লাহিড়িপুরের ১০ নম্বর চরঘেড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাহিড়িপুর, জেমসপুরসহ সংলগ্ন এলাকা থেকে দাঁড় টানা নৌকা নিয়ে মৎস্যজীবীদের দল প্রতিদিন মাছ ও কাঁকড়া ধরতে যায়। সেই দলের সদস্য ভগবতী মণ্ডল, তাঁর স্বামী তুষারকান্তি মণ্ডলরা। শনিবার সকালে ভগবতী মণ্ডল, শম্পা গায়েন, খুকু সরকার এই তিন মহিলা একটি নৌকায় ছিলেন। অন্য একটি নৌকায় ছিলেন তাঁর স্বামী। দু’টি নৌকায় মৎস্যজীবীরা খানিকটা তফাতে মাছ ধরছিলেন। দুপুর ১ টার সময় ভগবতী যখন জাল টেনে কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন। সেই সময় পিছনের জঙ্গল থেকে বাঘ এসে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বোঝার আগেই তাঁকে তুলে নিয়ে জঙ্গলে উধাও হয়ে যায়। এদিন রাতে লাহিড়িপুরে খবরটি জানাজানি হতে শোকের ছায়া নেমে আসে।

Developed by