Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম পুরসভার এক ট্রাক্টর ড্রাইভার মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হল

ঝাড়গ্রাম : সকাল হলেই ঝাড়গ্রাম শহরের নোংরা পরিস্কারের গাড়ি নিয়ে যাওয়ার সময় সুভাষ পার্ক এলাকায় একটি মোটর সাইকেলে ধাক্কা লেগে গাড়িটি পড়ে যায়। তেমন কোন ক্ষতি হয়নি গাড়িটির। এরপরই শহরের সুভাষ চকের কিছু লোক ওই ড্রাইভারকে এসে মারধর করে। ড্রাইভার হরেন মাহাতোকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ জমা করেছে থানায়। ওই অভিযোগে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন পুরসভার এক্সকিউটিভ অফিসার তুষার সৎপতি।

Developed by