Breaking
24 Dec 2024, Tue

এয়ার স্ট্রাইকে পাক জঙ্গি মারা না গেলেও ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন বললেন রাহুল গান্ধী!

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নিরলজ্জতার সীমা ছাড়িয়ে গেছে কিছু মানুষ। এরা দেশের ভালো দেখতে পারেনা, এরা শুধু দেখতে পারে নিজেদের ভালো। আর মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করতে এদের জুরি মেলা ভার। এর আগে কৃষি ঋণ মুকুবের নামে মধ্যপ্রদেশের ক্ষমতা হাসিল করে রাজ্যের চাষিদের বুড়ো আঙুল দেখিয়েছে কংগ্রেস।

এখন মধ্যপ্রদেশের চাষিরা নিজেদের ভুল বুঝতে পেরে সামনা সামনি বলছে ‘কংগ্রেস আমাদের বোকা বানিয়েছে।” এবার চাষিদের ছেড়ে সেনাদের নিয়ে রাজনীতিতে মেতেছে কংগ্রেসে। পুলওয়ামায় হামলার পর কংগ্রেসের এক নেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র করে দেশের জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

আরেকদিকে মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং তো পুলওয়ামার জঙ্গি হামলা কে জঙ্গি হামলা মানতে রাজি হননি। উনি ওটাকে নিছকই একটা দুর্ঘটনা বলে বিতর্ক সৃষ্টি করেছেন। কংগ্রেসের ভারত প্রেম আমাদের সবার জানা আছে।

এর আগে কংগ্রেসের নেতা মনি শঙ্কর আইয়ার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদীকে গদি থেকে সরানোর জন্য সাহাজ্য চেয়েছিলেন। আবার কংগ্রেসের আরেক নেতা সিধু তো পাকিস্তানকে জঙ্গি দেশ মানতেই নারাজ।

পুলওয়ামা হামলার পর দেশের বায়ুসেনা দ্বারা করা এয়ার স্ট্রাইকেও প্রশ্ন তুলেছে কংগ্রেস সমের মোদী বিরোধী অনেক নেতা/নেত্রী। রাজনীতি করতে করতে তাঁরা বায়ুসেনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি এদের মধ্যে অনেকেই তো এয়ার স্ট্রাইক হয়েছে বলে মানতেই চায়নি।

আরেকদিকে পাকিস্তানে যেই যায়গায় ভারতীয় বায়ুসেনা হামলা করেছিল, সেখানে আজও মিডিয়া, পুলিশ, জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে পাকিস্তান। কারণ তাঁরা দেখাতে চায়না ভারতীয় বায়ুসেনা তাঁদের কত বড় ক্ষতি করে দিয়েছে।

আর এদের সবার থেকে একধাপ উপরে দিয়ে দেশ এবং দেশের বায়ুসেনার সমন্ধ্যে সবথেকে কটূ মন্তব্য করলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ইনি সেই নেতা যিনি এতদিন ধরে এয়ার স্ট্রাইকে কত জন জঙ্গি মারা গেছিল, তাঁর প্রমাণ চাইছিলেন।

আর এবার উনি সবার সামনে বলে দিলেন, এয়ার স্ট্রাইকে আমাদের বায়ুসেনার জওয়ান শহীদ হয়েছে! এই কথা এতদিনে পাকিস্তান বলার সাহস দেখায় নি, আর উনি এইদেশে থেকে এইদেশেরই দুর্নাম করছেন। ইনি দেশের সেনার থেকে বেশি পাকিস্তানের উপর ভরসা করেন।

এয়ার স্টাইকে পাক জঙ্গি মৃত্যুর ঘটনা ইনি স্বীকার না করলেও, এয়ার স্ট্রাইকে ভারতীয় জওয়ানের শহীদের ভুয়ো তথ্য সবার সামনে তুলে ধরলেন। এবার সিদ্ধান্ত আপনারাই নেবেন, ভারতের পক্ষে বেশি বিপদজনক কে? কংগ্রেস না পাকিস্তান?

যারা বিরোধী অবস্থায় থেকে দেশের সেনা নিয়ে এহেন মন্তব্য করতে পারে। তাঁরা ক্ষমতায় আসলে দেশের সেনার কি অবস্থা করবেন ভেবে দেখেছেন? বিবেচনা আপনাদের করতে হবে। দেশ বিরোধীদের পাশে থাকবেন। না দেশপ্রেমীদের।

Developed by