নিউজ ফ্ল্যাশ ডেক্স:- চক দে ইন্ডিয়াতে ছবিতে কোচের ভূমিকায় থাকা শাহরুখ খানের ফাইনাল ম্যাচের ঠিক আগে তার ছাত্রীদের উদ্দেশ্যে দেয়া সেই ৭০’ মিনিট যেন আজকে আই লিগের খেতাবি লড়াইয়ের শেষ দিনে অ্যালেজান্দ্রো এবং নওয়াজের ছেলেদের জন্য জীবনের সেরা ৯০’ এর খেলা দেখানোর দিন ছিল আজকে। একদিকে ছিল ১৬ টি বছরের দীর্ঘ না পাওয়ার যন্ত্রণা অন্যদিকে ছিল প্রথম়বার ভারত সেরার শিরোপা পাওয়ার লড়াই। আশা নিরাশার দোলাচলে দুলছিল যেন আসমুদ্র হিমাচল। নিজের দলের জয়ের পাশাপাশি লাল হলুদ সমর্থকদের দরকার ছিল চেন্নাইয়ের পয়েন্ট নষ্ট করা। দিনের প্রথমটা লাল হলুদের জন্য শুরু হয়েছিল ইস্টবেঙ্গলের পক্ষে যাকে বলে একদম ‘পজিটিভ নোটে’। মাত্র ৩ মিনিটের মাথায় রোনাল্ড বিলালার হেডে চেন্নাইয়ের বিরুদ্ধে লিড ও নিয়ে নেয় পাঞ্জাব। প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় চেন্নাই। অপরদিকে গোকুলামের বিরুদ্ধে বেশ ব্যাকফুটেই ছিল লাল হলুদ। আশ্চর্যজনকভাবে গোকুলাম প্রথমার্ধে বেশি আক্রমণাত্মক খেলে চাপে ফেলে দেয় গোকুলাম । বিরতিতে যদিও খেলার স্কোর ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের খেলা ইস্টবেঙ্গলের ম্যাচ চেন্নাইয়ের ম্যাচের ৩’ আগেই শুরু হয়। চেন্নাই পাঞ্জাবের বিপক্ষে ৫৫’ মিনিটের মাথায় পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে ৫৬’ গোল করে ১-১ করেন মান্জ্ঞি। ৬৯’ মিনিটে কর্নার থেকে গৌরব ভোরার শটে ২-১ গোলে এগিয়ে যায় চেন্নাই। অপরদিকে সেই ৬৯’ মিনিটেই জোসেফের গোলে লিড নেয় গোকুলাম। ৭৯’ পেনাল্টি থেকে গোল শোধ করেন জ্যামি স্যান্টোস কোলাডো। ৮৫’ রালতের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। অপরদিকে চেন্নাইয়ের হয়ে ৯০+৩’ হেডে তার দ্বিতীয় গোলটি করে অভিষেকেই দলের হয়ে আই লিগ জয় নিশ্চিত করেন। অপরদিকে দীর্ঘ ১৬ বছরের অন্ধকার মুছে লাল হলুদ তাঁবুতে ফিরল না আই লিগ খেতাব। ৪৩ পয়েন্ট নিয়ে ১ পয়েন্টের ব্যবধানে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে আই লিগের খেতাব জিতল দক্ষিণের ক্লাব।