Breaking
24 Dec 2024, Tue

তৃণমূলের ট্রেড ইউনিয়নে কোন গোষ্ঠীবাজী চলবে না, কড়া হুশিঁয়ারি দোলার।

ঝাড়গ্রাম : তৃণমূলের একটাই ট্রেড ইউনিয়ন। কোনও গোষ্ঠীবাজী চলবে না। এটা মনে রাখতে হবে। এমন কোনও কাজ করবেন না, যাতে নেত্রী ও দলের সম্মানহানি হয়। নিজে সতর্ক থাকুন। শনিবার ঝাড়গ্রাম শহরে দলীয় নেতা¬-কর্মীদের এভাবেই সর্তক করলেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন।প্রসঙ্গত, ঝাড়গ্রাম শহরে আইএনটিটিইউসির দুটি গোষ্ঠী রয়েছে। একটি শহর সভাপতি প্রশান্ত রায়ের অনুগামীর গোষ্ঠী রয়েছে। আর একটি তৃণমূল নেতা গৌরাঙ্গ অনুগামীর গোষ্ঠী। সেই প্রসঙ্গ উসকে দিয়ে এভাবে হুঁশিয়ারি দেন দোলা সেন। তিনি বলেন, দলের নামে বিল বই ছাপিয়ে চাঁদা তোলা যাবে না। কোনও কাজ করার আগে দশবার ভাবুন কোনও ফাউল করছি না তো। এদিন ঝাড়গ্রামের ইউনিগ্লোবাল পেপার মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসেছিলেন দোলা সেন। প্রথমে ঝাড়গ্রাম শহরে একটি পদযাত্রায় যোগ দেন তিনি। তারপর শহরের দেবেন্দ্রনমোহন হলে সম্মেলন যোগ দেন তিনি। রাজ্য সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দীনেন রায়, ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায় প্রমুখ।

Developed by