Breaking
24 Dec 2024, Tue

আগামী প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে মহামনীষী হিসেবে চিনবে : দোলা সেন

ঝাড়গ্রাম : বস্তির ভাড়া বাড়ি থেকে উঠে এসে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এতটাই দরিদ্র ছিলেন তাঁর যে বাবা-মায়ের সঙ্গে তাঁকেও ঠোঙা বানাতে হয়েছে।
কিন্তু তাঁর অনমনীয় মনোভাব এবং লড়াকু মানসিকতা আজ এই জায়গায় পৌঁচেছে।
গত আট বছরে উনি বাংলায় যে উন্নয়ন করেছেন, তার জন্য যতদিন তিনি চাইবেন ততদিন তিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন।
কাল পরশুর মধ্যে লোকসভা ভোটের নোটিফিকেশন হয়ে যাবে।
মোদিবাবুর বিরুদ্ধে ঐক্যমঞ্চের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি-অমিতবাবুদের ৫৬ ইঞ্চি ৮৬ ইঞ্চি সব শেষ হয়ে যাবে।
দিল্লির চাবিকাঠি থাকবে মমতার হাতে। তিনি ২৭ বছরের এমপি, ৫ বার কেন্দ্রীয় মন্ত্রী,আর এখন দশ বছরের মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু আজও নিজের আদি গঙ্গার টালিপাড়া ছোট ঘরটিকে ভোলেননি।
রাতে ৩-৪ ঘন্টা যে ঘরে ঘুমোন তা ওই ঘরেই।
তিনি পারলে সাতমহল, রাজমহল ছেড়ে দিয়ে বস্তির ঘরেই এখনও থাকেন। সিপিএম-কংগ্রেস-বিজেপি তাঁদের ঝুলি থেকে এমন একজন নেতাকে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করছি আপনাদের।
আমাদের মত ভুইফোড় নেতারা বার বার গাড়ি পালটালেও তিনি ১৯ বছর আগের সান্ট্রো গাড়িতে ঘোরেন। সেটি আবার পার্টির কিনে দলনেত্রীকে দিয়েছিল।
তিনি কোন মাইনে নেন না। তাই তাঁর ব্যাংক ব্যালেন্স এর প্রয়োজনিয়তা হয় না।
যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাঁর জন্য আগামী প্রজন্মের কাছে বইতে তিনি মহামনীষী হিসেবে লেখা থাকবেন। ঝাড়গ্রামের দেবেন্দ্র মোহন হলে ইউনিগ্লোবাল পেপার্স মিলের সম্মেলনে যোগ দিতে এসে একথায় বলেন দোলা সেন।

Developed by