লালগড় : সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে লালগড়ের ঝিটকায় শবর পল্লীতে লাগানো হল শোলার লাইট। এই অনুষ্ঠানে উপস্হিত ছিল সিআরপিএফ ৫০ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বজরং লাল , শ্রী এ.কে রায়, ডেপুটি কমান্ডেন্ট বি.বি.ভক্তা ,লালগড়ের বিডিও মহম্মদ ফৈজান আসরফ আনসারি, লালগড় থানার আইসি অরিন্দম ভট্টাচার্য, পঞ্চায়েত সদস্য রামসেন মান্ডি প্রমুখ। সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বজরং লাল বলেন,এই এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রক্ষার কাজে কেন্দ্রীয় বাহিনী তার কাজ করে চলেছে। পাশাপাশি মানুষের সামাজিক চাহিদা পূরনের কাজও করে চলেছে সিআরপিএফ। লালগড়ের জঙ্গল ঘেরা একটি গ্রাম ঝিটকা এখানে মাঝে মধ্যেই হাতির উপদ্রব লেগেই থাকে। অনেক সময় নিরীহ গ্রামবাসীর প্রাণ যায়। সেই কথা মাথায় রেখে জঙ্গল রাস্তায় এই সোলার লাইটের ব্যাবস্থা করা হল। এরফলে গ্রামবাসীদের রাতবিরেতে যাতায়াতের সুবিধা হবে।