Breaking
25 Dec 2024, Wed

সাঁকরাইলের কুলটিকরী অঞ্চল তৃণমূলের মহিলা-যুব সম্মেলনে উপস্থিত হলেন বিধায়ক চুড়ামনি মাহাতো

সাঁকরাইল: শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ৯নং কুলটিকরী অঞ্চলের তৃণমূল মহিলা-যুব সংগঠনের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় | এদিন ফুলবনি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। অঞ্চল সম্মেলনে উপস্হিত ছিলেন তৃণমূলের বিধায়ক় চুড়ামনি মাহাত ,সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি সোমনাথ মহাপাত্র ,জেলা পরিষদের কর্মাধক্ষ মনোরমা পাত্র প্রমুখ।

Developed by