Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যার্পণ’ অনুষ্ঠানে 30 টি মোবাইল ফেরত দেওয়া হল

ঝাড়গ্রাম : শনিবার সকালে ঝাড়গ্রাম জেলা পুলিশের সভাগৃহে ‘প্রত্যার্পণ’ অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দেওয়া হল 30 টি মোবাইল। এই মোবাইল গুলি বিভিন্ন জায়গা থেকে খোয়া গিয়েছিল মালিকদের। আজ ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, ডিএসপি(ট্রাফিক) সরফরাজ খান, এসওজি সেলের ওসি মহম্মদ আলি সহ পুলিশের অফিসাররা মোবাইল গুলির মালিকের হাতে তুলে দেন। চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইল মালিকরা।

Developed by