Breaking
26 Dec 2024, Thu

আদিবাসীদের উন্নয়ন প্রকল্পে দেড় কোটি টাকা বরাদ্দ, প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক

নয়াগ্রাম: ধর্মীয় অনুষ্ঠানের পরিকাঠামো নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করেছে রাজ সরকার। শুক্রবার নয়াগ্রামের সুবর্ণরেখা নদী তীরে ডাহি ঘাটে এই প্রকল্পের শিলান্যাস করেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ-সভাধিপতি মধুসূদন সরেন ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত। এজন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই টাকায় প্রাচীর নির্মাণ, শৌচালয়, ভবন নির্মাণ হবে। জানা গিয়েছে, পৌষ সংক্রান্তির সময় দামোদরে লক্ষ লক্ষ আদিবাসী মানুষের ভিড় হয়। এদিনই, নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রাচীর নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন, এটা আদিবাসীরা দীর্ঘদিনের দাবি ছিল কোন সরকার মান্যতা দেয়নি মুখ্যমন্ত্রী দিয়েছেন এজন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

Developed by