ঝাড়গ্রাম : স্বামীর সামান্য রোজগার | ছেলে পলিটেকনিক ইলেকট্রিক্যাল বিভাগের পড়ুয়া | সংসারে খরচ টানতে হিম সিম খাচ্ছিলেন ফেরিওয়ালা স্বামী মলয় দাস | বছর তিনেক আগে স্বামীর পাশে দাঁড়াতেই রোজগারের পথ খুঁজছিলেন স্ত্রী কাকলি দাস | ঝাড়গ্রাম শহরের জামদায় এক চিলতে ঘরেই কাকলির পরিবার | তিন বছর আগে ঝাড়গ্রাম শহরের শেষ প্রান্তে একটি প্রেট্রোল পাম্পে কাজ পান কাকলি | সাধারণত প্রেট্রোল পাম্পে পুরুষ কর্মী দেখা গেলেও মহিলা কর্মী চোখে পড়ে না | ছক ভাঙা কাজ দিয়েই শুরু করেন নিজের কর্ম জীবন | মাসে যা রোজগার করেন স্বামীর হাতে তুলে দেন কাকলি | এদিন কাকলি দাস বলেন পরিবারের আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এবং ছেলের পড়াশুনা চালানোর জন্য প্রেট্রোল পাম্পে কাজ ধরে ছিলাম |
আন্তর্জাতিক নারী দিবসে JHARGRAM NEWS FLASH এর পক্ষ থেকে আপনাকে কুর্নিশ