Breaking
26 Dec 2024, Thu

পশ্চিম মেদিনীপুরে স্বামীকে মেরে গ্রেফতার স্ত্রী

পশ্চিম মেদিনীপুর:- স্বামীকে মেরে গ্রেফতার হলেন নিজ স্ত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের চন্ডীপুর এলাকায়। উক্ত এলাকার বাসিন্দা সুভাষ নায়েকের স্ত্রী গীতা নায়েকের সঙ্গে মাঝে মধ্যেই গন্ডগোল হত। পরে এই গণ্ডগোলের জেরে নেশাগ্রস্থ স্বামীকে মারধর করে। এবং পরে স্বামীকে বাড়ীর উঠোনে রেখেই বাড়ীতে তালা লাগিয়ে অন্যত্র চলে যায়। পরে ওই জায়গাতেই মৃত্যু হয় স্বামী সুভাষ নায়েকের।এমনটাই অভিযোগ দায়ের করেছে মৃতের মামা অশোক নায়েক। পরে স্থানীয়রা ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ ময়না তদন্ত করতে পাঠায়। অপরদিকে মৃতের মামার অভিযোগের ভিত্তিতে সুভাষ নায়েকের স্ত্রী গীতা নায়েককে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। অভিযুক্তকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হলে অভিযুক্তকে দুদিনের পুলিশি হেফাযতের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত।

Developed by