নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেনাকে সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত বিসিসিআই-এর। সেনার টুপি পরে মাঠে নেমেছেন ভারতীয় খেলোয়াড়রা। এদিন টসের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সতীর্থদের হাতে সেনার টুপি তুলে দেন। টসের সময় অধিনায়ক বিরাট কোহলি জানান, এদিন ভারতীয় দলের ১১ সদস্যই তাঁদের সম্পূর্ণ ম্যাচ ফি জাতীয় প্রতিরক্ষা তহবিলে দান করবেন।