ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ :- লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে আজ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উদ্বাস্তু নীতি পরিবর্তন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নীতি পরিবর্তন করে রাজ্যের সব উদ্বাস্তুদের একই ছাতার নীচে নিয়ে এসে তাঁদের অধিকার দেওয়ার বিষয়ে কয়েকজন মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হল। ইতিমদেধ্যই ৯৪টি এমন উদ্বাস্তু কলোনিকে অধিকার দেওয়া হয়েছে। অনান্য কলোনিগুলিকেও যতটা তাড়াতাড়ি সম্ভব এই স্বীকৃতি দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি কেন্দ্রীয় সরকারের অধীন জমিতেও যে সকল কলোনি গড়ে উঠেছে তাঁদেরও এই সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সেই জমি গুলি রাজ্যের হাতে নিয়ে নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন বলে আজ বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।