নিউজ ফ্ল্যাশ ডেক্স:- তিন বছর পরে দেশের বেকারত্বের হার এখন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এখন দেশের নাগরিকদের ৭.২ শতাংশই বেকার বলে জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)। শুধু তাই নয়, ২০১৮ সালের তুলনায় এখন ১.৩ শতাংশ বেকার বেড়েছে বলে জানিয়েছে মুম্বইয়ের এই সংস্থা। ২০১৬ সালের পরে এখন দেশে সবচেয়ে বেশি বেকার রয়েছেন। গত বছর এই সময় দেশের বেকারত্বের হার ছিল ৫.৯ শতাংশ। স্বাভাবিকভাবেই বেকারত্ব নিয়ে সিএমআইই-এর রিপোর্ট লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের বিড়ম্বনা আরও বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের। সিএমআইই-এর প্রধান মহেশ ব্যাস অবশ্য জানিয়েছেন যে এই সময়ে কর্মপ্রার্থীর সংখ্যা কমেছে। এই উলটপুরাণের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মূলস্রোতের অর্থনীতিতে কম সংখ্যক কর্মীর কম যোগদানই এরজন্য দায়ী। পরিসংখ্যান দিয়ে ব্যাস বলেছেন, গত বছর ফেব্রুয়ারি নাগাদ দেশে ৪০ কোটি ৬০ লক্ষ মানুষ চাকরি করতেন। এ বছর ওই সময়ে চাকরিজীবীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ কোটি।