Breaking
24 Dec 2024, Tue

বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাজারে আসছে ২০ টাকার কয়েন। বুধবার অর্থমন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। নতুন এই কয়েনটি হবে ২৭ মিলিমিটারের।

কয়েনটি গোল হলেও একাধিক সরলরেখায় ভাঙা থাকবে এর চারপাশ। মোট ১২টি ভূজ থাকবে কয়েনে। ২০ টাকার যে কয়েনটি বাজারে বের হবে, সেটির প্রান্তে কোনও চিহ্ন থাকবে না।

তবে ১০ টাকার কয়েনের মতোই এটি হবে দু’রকম ধাতব রঙের। দু’টি স্তর থাকবে। মাঝে এক রকম রং আর বাইরের দিকে এক রকম রং।

বাইরের দিকটা থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা ও ২০ শতাংশ নিকেল দিয়ে তৈরি হবে। ভিতরের অংশটি তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে। তবে এর ডিজাইন কেমন হবে, তা এখনও জানা যায়নি।

Developed by