মানিকপাড়া : ঝাড়গ্রাম শহরের ঢুকে পড়েছিল হাতি। এবার মানিকপাড়ার চুবকা অঞ্চলের বেনেডি গ্রামে ঢুকে তছনছ করছে চাষ জমির ফসল। বার বার হাতি ঢুকলেও হুশ ফেরেনি বনদপ্তরের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হাতি খালশিউলী, কলাবনি, বেনেডির বিভিন্ন এলাকা দিয়ে যাওয়ার সময় প্রচুর ক্ষয়ক্ষতি করেছে।