Breaking
24 Dec 2024, Tue

জেলা জুড়ে দ্রুত গতিতে চলছে লোধা-শবরদের বাড়ি তৈরির কাজ


ঝাড়গ্রাম : লালগড়ের পূর্ণপানিতে সাত শবরের মৃত্যুর পর নড়েচড়ে বসে রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলার লোধা-শবরদের সার্বিক উন্নয়নের বিশেষ প্যাকেজ হিসেবে ১০ কোটি টাকা মঞ্জুর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁদের স্ব-নির্ভর করার পাশাপাশি বাসস্থানের ক্ষেত্রে নজর দেন খোদ জেলাশাসক। লোধা-শবরদের জন্য কিভাবে উন্নয়ন করা যায় তা জানার জন্য এ এলাকায় অনেক দিন ধরে কাজ করা বিশেষজ্ঞদের মতামতও নেন। নয়াগ্রাম, জামবনি সহ বিভিন্ন ব্লকে পাকাবাড়ির তৈরির কাজ দ্বিতীয় পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বাড়ির চাবি হাতে পাবেন উপভোক্তারা।

Developed by