ঝাড়গ্রামে: বুধবার ঝাড়গ্রামে শালপাতা-বাবুই প্রশিক্ষণ ও উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে হাওড়া থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করার পরে ঝাড়গ্রামে কেন্দ্রের ফলকের আবরণ উন্মোচন করেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। শহরের বাঁদরভুলা মৌজায় ২১ হাজার ৭৫০ বর্গফুট এলাকা জুড়ে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। শালপাতার রিসার্চ থেকে শুরু করে প্রশিক্ষণ, তৈরি এমনকি বিক্রি করা হবে। প্রায় ৮০ লক্ষ ব্যয়ে তৈরি হয়েছে এই ভবনটি। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, বনজ সম্পদ থেকে উৎপাদিত সামগ্রীর এই সামগ্রী বিপণনের জন্য ‘শাল্বী’ নামটি মুখ্যমন্ত্রী দিয়েছেন।