বেলপাহাড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মানুষের কাছে যাওয়ার জন্য। সরকারি পরিষেবা তাঁরা পাচ্ছেন কিনা বা সরকারি প্রকল্প গুলি সম্পর্কে সাধারণ মানুষজন জানেন কিনা তা খোঁজ নিতে বলেছিলেন। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ -র নির্দেশে অতিরিক্ত জেলাশাসকরা গ্রামে গ্রামে প্রতি সপ্তাহে পরিদর্শন করেন। বুধবার বেলপাহাড়ির ব্লক অফিসাররা পাথরচাকরি এবং ডেকুয়াতে যান। আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে সামাজিক সুরক্ষা, একশো দিনের কাজ, লাম্পস, কেন্দুপাতা সংগ্রহকারীদের কাছে রাজ্য সরকারের সুযোগ সুবিধা গুলি বোঝান।