Breaking
24 Dec 2024, Tue

অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাই মদ ও কাঁচামাল বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর

ঝাড়গ্রাম : অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ সহ চোলাই তৈরীর বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ও বেলিয়াবেড়া থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে হানা দেয় আবগারি দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলাবনি বাঘঝাপা , চন্দ্রী , ফেকো ,নেতুরা, লোধাশুলি সহ বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে ১২০ লিটার চোলাই মদ ,৩৩০ লিটার চোলাই তৈরির কাঁচামাল,২০ কেজি বাখর বাজেয়াপ্ত করে। আবগারি দুটি মামলাও রুজু করেছে।

Developed by