পশ্চিম মেদিনীপুর:- নকল সিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ডিন্টু প্রামাণিক নামের ওই প্রতারককে বেলদা থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হয়। তার বাড়ি বেলদা থানার আসন্দার মুলকুড়িয়াতে।
তার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ ছিল। তারই অভিযান করতে গিয়ে নকল সিবিআই অফিসার ডিন্টু প্রামাণিক ধরা পড়ে যায়। কথায় অসঙ্গতি পেলে সন্দেহ হয় পুলিশের। কার্ডটিও নকল বলে জানতে পারে পুলিশ। তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তখনই তাকে গ্রেফতার করা হয়।