Breaking
23 Dec 2024, Mon

রাজ্যে প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার বলেছেন, বাংলায় নানা ভাষা, নানা জাতির মানুষ মিলেমিশে একসঙ্গে থাকেন। সকলের কাছেই যাতে উন্নয়ন ও সরকারি সুযোগসুবিধা ঠিক মত পৌঁছায়, সেই লক্ষ্যে তিনি বিভিন্ন জনজাতির জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন। এবার হিন্দি ভাষীদের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল হাওড়ার অরূপাড়ায় এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস করবেন। বিশ্ববিদ্যালয় গড়ার জন্যে ইতিমধ্যেই জমি চিহ্নিত করে তা অধিগ্রহণ করা হয়েছে বলে নবান্ন থেকে জানা গিয়েছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের আগে হাওড়া জেলার উন্নয়নে গত একবছরে যে সব সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেবেন বলে মনে করা হচ্ছে।

Developed by