Breaking
24 Dec 2024, Tue

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে বড়মা বীণাপাণি দেবী

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থা অতি সংকটজনক। সোমবার গভীর রাত থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে ফুসফুসের সংক্রমণ, অন্যদিকে বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করেছে তাঁর।

বীণাপাণি দেবীর বয়স একশো পেরিয়ে গিয়েছে। বার্ধক্যজনিত সমস্যায় গাইঘাটের ঠাকুরবাড়িতে কার্যত শয্যাশায়ী ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েন বীণাপাণি দেবী। তাঁর পুত্রবধূ তথা বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকে শ্বাসকষ্ট শুরু হয়।

পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে, জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি বীণাপাণিদেবীকে ভরতি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। কল্যাণীর হাসপাতালে বড়মাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

কিন্ত শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় শেষপর্যন্ত রবিবার বীণাপাণিদেবীকে আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বড়মার চিকিৎসার ব্যয়ভার বহন করছে রাজ্য সরকার।

Developed by