Breaking
24 Dec 2024, Tue

ভারতের মজদুর নম্বর ওয়ান” নরেন্দ্র মোদী

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশের মজদুর নম্বর ওয়ান তিনি। গুজরাতের আহমেদাবাদের এক সমাবেশে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশে নিজের সরকারের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরার পাশাপাশি কংগ্রেসের কড়া সমালোচনা করেন মোদি।

মজদুরের মসীহা এবং গরিব হঠানোর ডাক ডাক দেওয়া কংগ্রেস ও বামেদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লোকে ৫৫ বছরের কাজ দেখেছে আর চায়ে ওয়ালায় ৫৫ মাসের কাজ দেখেছে।

Developed by