Breaking
24 Dec 2024, Tue

সমুদ্রপথে হামলা চালাতে পারে জঙ্গিরা, আশঙ্কা নৌসেনা প্রধানের

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুম্বই হামলার মতো ফের সমুদ্রপথে হামলা চালাতে পারে জঙ্গিরা। মঙ্গলবার ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লনবা এমন আশঙ্কা প্রকাশ করলেন। এদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়ালগে নৌসেনা প্রধান বলেন, সমুদ্রপথে হামলা চালাতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের।

তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসবাদ এখন বিশ্বের শান্তি ও স্থায়িত্বের ক্ষেত্রে বড় বিপদ হয়ে দেখা দিয়েছে। সারা বিশ্ব এর বিরুদ্ধে লড়াই করছে। তিবি বলেন, সন্ত্রাসবাদের সবদিক দেখে ফেলেছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। কিছু দেশ এর ভুক্তভোগী। নৈসেনা প্রধান আরও বলেন, ভারতকে অশান্ত করে তুলতে চেষ্টা শুরু করে দিয়েছে প্রতিবেশীরা। হিংসা ছড়ানো হচ্ছে উগ্রবাদীদের মধ্যমে। আর এই হিংসা উস্কে দিচ্ছে একটি রাষ্ট্র। যাতে ভারতে অশান্তি বেড়ে যায়।

Developed by