ঝাড়গ্রাম:– বহুতলে সুরক্ষা ছাড়াই কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। জাতীয় সুরক্ষা সপ্তাহ চলাকালীন সুরক্ষা নেই রাজমিস্ত্রীদের। এমনকি কোন ভ্রুক্ষেপও ছিল না বহুতল কর্তৃপক্ষের। যা সবার প্রথম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ| ঝাড়গ্রাম জেলা শহরের রঘুনাথপুরের নির্মীয়মান বহুতল তৈরীর ক্ষেত্রে এমনি দৃশ্য ধরা পড়েছিল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ এর ক্যামেরায়। সেফটি বেল্ট ছাড়ায় কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। এই দৃশ্য পোর্টালে দেখে
ঘটনাস্হলে আসেন জেলার আধিকারিকরা| নির্মীয়মান বহুতলের ঠিকাদারকে সতর্ক করে ঠিকাদারকে জানানো হয় যাতে সেফটি বেল্ট ও সুরক্ষা নিয়ে কাজ করেন রাজমিস্ত্রীরা |ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রাণি এ বলেন , নিয়ম ভাঙার জন্য লিখিত নোটিশ দেওয়া হবে ওই ঠিকাদারকে |