Breaking
24 Dec 2024, Tue

আই লিগের স্বপ্ন নিয়ে কলকাতা ফিরল লাল হলুদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মিনার্ভা বধ হয়েছে আগেই। আই লিগ জয়ের স্বপ্ন এখনও বর্তমান। আই লিগ জয়ের স্বপ্ন চোখে নিয়ে সোমবার দুপুরে শহর কলকাতায় ফিরল টিম ইস্টবেঙ্গল। আই লিগের শেষ ম্যাচে কোঝিকোড়ে গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে ৯ মার্চ খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড । সেদিন নির্ধারিত হবে আই লিগ চ্যাম্পিয়ন। একই দিনে একই সময়ে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চেন্নাই। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট ইস্টবেঙ্গলের । শেষ ম্যাচে গোকুলামকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। আর প্রার্থনা থাকবে চেন্নাই যেন ম্যাচ হারে বা ড্র করে। তাহলেই ১৫ বছরের করা কাটিয়ে ইস্টবেঙ্গল তাঁবুতে ঢুকবে আই লিগ।

Developed by