Breaking
1 Nov 2024, Fri

দেশে প্রথম মনোরেল চালু হলো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশে সর্ব প্রথম মনোরেল চালু হয়ে গেল। ১৯.‌৫৪ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মনোরেলের চালু হলো বাণিজ্য নগরীতে।রবিবার মুম্বইয়ে ১১.‌২৮ কিলোমিটার মনোরেলের সূচণা করেন মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আর তার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল মনোরেল চক্র। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে ৮.‌২৬ কিলোমিটার দীর্ঘ মনোরেল প্রকল্পের সূচণা হয়েছিল। প্রথম পর্যায়ে জয়রাইড হিসেবেই চলছিল মনোরেল। কিন্তু এখন আর জয়রাইড নয় একেবারে শহরের আর পাঁচটি পরিবহণের মতোই মনোরেল চালানো হবে বলে জানানো হয়েছে।

২০ কিলোমিটার দীর্ঘ মুম্বইয়ের এই মনোরেল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মনোরেল পরিষেবা বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সর্ব প্রথম রয়েছে চীনে ৯৪ কিলোমিটার আর দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২৮ কিলোমিটার দীর্ঘ। তারপরেই মুম্বইয়ের মনোরেল পরিষেবা।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রতিদিন সকাল ছটা থেকে রাত ১০টা পর্যন্ত ১২০টি পরিষেবা দেওয়া হবে। ১৭টি স্টেশনের জন্য ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ১০ টাকা সর্বনিম্ন ভাড়া।

Developed by