ভবানী গিরি,গোপীবল্লভপুর:- প্রতিষ্ঠিত মন্দির আছে কিন্ত পূজক কোন ব্রাহ্মণ পুরোহিত নয়।পূজক গ্ৰামের সাধারন বাড়ির বাচ্চারা।এটাই গোপীবল্লভপুরের পিড়াশীমূল গ্ৰামের শিব মন্দিরের প্রচীন রীতি।শিবরাত্রি উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি।সকাল থেকে পুজোর আয়োজনে ব্যস্ত পিড়াশীমূল গ্ৰামের মোহিত পৈড়া,সুব্দত পৈড়া,সুরজিৎ সাউর মতো বাচ্ছারা।এদের কেউ ক্লাস ফাইভ কেউবা তার পাশাপাশি কোন ক্লাসে পড়ে ।
পিড়াশীমূল বালকেশ্বর জীউ নামক এই মন্দিরের পুজক বাচ্ছারা হলেও গ্ৰামের মানুষ মন্দিরের দেবতার শক্তির উপর খুব বিশ্বাসি ।এ নিয়ে স্থানীয় গ্ৰামবাসী মন্টু পাত্র বলেন ” গ্ৰামের মানুষ এই মন্দির তৈরিতে সাহায্য যেমন করেছে তেমনি দেবতার উপর বিশ্বাও করে।