নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে বিমান হামলার পর থেকে ভারতের বিরোধী রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছিলো। সেই প্রেক্ষিতে ভারতের বায়ুসেনা প্রধান বি এস ধানুয়া জানিয়ে দিলেন, সঠিক লক্ষ্যেই আঘাত হেনেছিলো ভারতীয় বায়ুসেনা।
তিনি বলেন, আমরা যে টার্গেট ভাবি, সেখানেই আঘাত হানি। তা যদি না হতো তাহলে পাকিস্তান কেন পালটা হামলা চালানোর চেষ্টা করলো? আমরা জঙ্গলে বোমা ফেললে পাকিস্তান প্রতিক্রিয়া দেখালো কেন? ধানুয়া আরও বলেন, আমরা টার্গেটে হিট করেছি। কতোজন মারা গিয়েছে তা গোনার কাজ বায়ুসেনার নয়। সরকার সেটা করতে পারে।