নয়াগ্রাম :- ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রাধাপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত স্বামীর নাম পারাও সোরেন(৬১)
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে ধান জমি সংলগ্ন একটি গাছে গলায় শাড়ি দিয়ে ফাঁস নেন। ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধর। ছেলে লক্ষণ সোরেন বলেন, বাবা-মায়ের ঝগড়া হয়েছিল। তারপর বাবা শাড়ির ফাঁস লাগিয়ে নেয় গাছে।