পশ্চিম মেদিনীপুর:- টাকাপয়সা চাওয়ার পর না দিলে অভিমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী অসীমা ভূঁইয়া(১৫)।মৃতার বাড়ি বেলদা থানার অন্তর্গত বিম্বলটিটিয়া তে। সূত্রের খবর কোনো এক কারণে টাকার প্রয়োজন ছিল নবম শ্রেণীর ছাত্রী অসীমা’র।গতকাল সেই টাকা বাড়িতে চাওয়ার পরে অসীমার হাতে সেই টাকা না দিয়ে বকাবকি করে তার বাবা মা।সেই অভিমানে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয় স্কুল ছাত্রী।জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।