Breaking
23 Dec 2024, Mon

আজ, কাল বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:- আজ, সোমবার এবং কাল, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত দফায় যেভাবে পাঁচদিন ধরে বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছিল, এবার ততটা হবে না। বৃষ্টির মাত্রা কম থাকবে। হালকা বা বড় জোর মাঝারি মাত্রায় বৃষ্টি কোনও কোনও এলাকায় হতে পারে। তীব্র ঝড় হওয়ার সম্ভাবনাও কম। তবে কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নির্দিষ্টভাবে কোনও জেলার জন্য পূর্বাভাস দেওয়া হয়নি। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায় বজ্রমেঘ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। ওই এলাকায় তারপর কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

Developed by