ছবি – আকাশ শীট
ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের গোপেশ্বর জীউর মন্দিরে জল ঢালতে এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সুবর্ণরেখা নদীতে জল ডুবিয়ে ছোট থেকে শুরু করে বড় সকলে কলসিতে বা ঘটে করে জল নিয়ে নগর পরিক্রমা করেন। প্রায় ৫০০ জন ভক্ত এদিন জল ঢাললেন।