Breaking
23 Dec 2024, Mon

পোর্টাল রূপে JHARGRAM NEWS FLASH. শুরু হল নতুন পথ চলা। আপামর জনসাধারণকে জানাই পলাশের শুভেচ্ছা…

ঝাড়গ্রাম: যে কোন আত্ম প্রকাশের একটা মুখবন্ধ থাকে। কেন এলাম ? কি করতে চাই, তা জানানোর একটা দায়বদ্ধতাও থাকে। JHARGRAM NEWS FLASH-এর উপরও তা বর্তায়।

আজন্ম আমাদের অভ্যাসের প্রিন্ট মিডিয়া ও বর্তমানে টিভি মিডিয়া নিউজ আগামী দিনেকতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না ঢুকে একথা হলফ করেই বলা যায় যে ভবিষ্যৎটা মূলত ডিজিটাল মিডিয়ার।

এমন নয়, এই প্রজন্ম খবরে আগ্রহী নয়। খবর তারা বিলক্ষণ জানতে চায়, কিন্তু খবরের কাগজের পাতা উল্টে নয়। সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার সর্বক্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, সেটা তার কাছে খবর জানার প্রধান মাধ্যম।

খবর জানার ধরণ শুধু নয়, তার কাছে বদলে যাচ্ছে খবরের সংজ্ঞাও। খবর তার কাছে শুধু পড়া নয়, দেখা আর শোনা। কিন্তু টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ধৈর্য ও সময় নেই। সোশ্যাল মিডিয়ার দেওয়াল যে কারণে তার এত পছন্দ। দৈনন্দিন খবর চায় হাতের মুঠোফোনে বন্দি হতে।

কিন্তু সব কিছুর মধ্যে ব্যাকরণকে মান্য করা খুবই জরুরি। ঘটনার সত্যাসত্য বিচার না করে যা মনে এলাে দায়িত্বজ্ঞানহীন মতো বলে দেওয়ার প্রবণতা থেকে সোশ্যাল মিডিয়া অনেক সময়েই মুক্ত নয়। যা অনেক সময়েই অবাঞ্ছিত জটিলতা তৈরি করে। অনেক সমস্যারও সৃষ্টি করে।

রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন- যে কোন খবরই হোক না কেন, নিরপেক্ষ, নির্মোহ ও নিখুঁত ভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব।

সেই দায়িত্ব পালন করবে JHARGRAM NEWS FLASH. রঙহীন সাদা কালো মোড়কে। তবে রঙিন থাকবে উপস্থাপনায়। পাঠকের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করতে সর্বতোভাবে সচেষ্ট থাকবে JHARGRAM NEWS FLASH. এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য আপনাদের শুভ কামনা ও পরামর্শ একান্ত ভাবে প্রয়োজন।

Developed by