Breaking
23 Dec 2024, Mon

গতিধারা প্রকল্পে নতুন উদ্যেগ- মহিলা চালকদের সাহায্য মিলবে দেড় লক্ষ

কলকাতা

গোলাপি অটোর পর এবার মহানগরে গোলাপি ট্যাক্সি কলকাতাবাসীর মন কেড়ে নেবে বলে আশা সরকারের। গোলাপি অটোর জনপ্রিয়তা অর্জন না করলেও বুধবার নবান্নর কাছে একটি বাস টার্মিনাসের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী এদিন বলেন, গতিধারা প্রকল্পের আওতায় গাড়ি চালাতে গেলে রাজ্য সরকারের তরফে এক লক্ষ টাকা সাহায্য দেওয়া হত। তবে নতুন এই প্রকল্পে গাড়ির মালিক এবং চালক যদি মহিলা হন তবে তাদের দেড় লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নতুন এই ট্যাক্সির রং হবে গোলাপি। উল্লেখ করা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে আসার পর যে প্রিয়াঙ্কা সেনা নামে যে দল তৈরি করেছেন সেই দলের প্রতিটি সদস্যই গোলাপি পোশাক পরেন। গোলাপি যে কেবলমাত্র মহিলাদের পছন্দের রং নয়, বরং শৌর্যের প্রতীক হতে পারে সেটাই প্রতিফলিত হয়েছে প্রিয়াঙ্কা বাহিনীর রং নির্বাচনের ক্ষেত্রে। গোলাপি ট্যাক্সির ক্ষেত্রেও এই একই ভাবনা কাছ করছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যেই শহরের রাস্তায় গুলাব ট্যাক্সির দেখা মিলবে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ৮০টি ইলেকট্রিক বাস এবং ৫৫টি চার্জিং সেন্টারের সূচনা করেন। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডও নতুন করে সাজানোর কথা বলেন তিনি।পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নে নতুন পালক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে নবান্ন থেকে পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও যাতায়াতের সুবিধার্থেঃ-
১) ৮০টি ইলেকট্রিক বাস, যার মধ্যে প্রথম ২০টির যাত্রা শুরু।
২) দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি পরিবেশ বান্ধব বি এন জি বাস।
৩) গতিধারা প্রকল্পের অন্তর্গত মহিলা-চালিত বিশেষ ট্যাক্সি বা ‘পিঙ্ক-ক্যাব’ সার্ভিস।
৪) নবরূপে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড -এই সমস্ত প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Developed by