Breaking
23 Dec 2024, Mon

পরিস্থিতি ক্রমশ জটিল মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তলব রাজ্যপালের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক, কলকাতা:
কেন্দ্রের সঙ্গে সংঘাত চরমে উঠেছে রাজ্যের। সংবিধান লঙ্ঘন করে কেন্দ্রের মোদী সরকার কজ করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবিধান বাঁচাতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান যখন কেন্দ্রের ধর্না দিচ্ছেন সেই সময়ে অন্যরকম পদক্ষেপ নিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সূত্রের খবর, রবিবার রাতেই রাজ্যপাল নবান্নের শীর্ষ কর্তাদের তলব করেছেন। মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টচার্য এবং ডিজিপি ভিরেন্দ্রকে তলব করেছেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

Developed by