ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক, কলকাতা:
শুরু হল সংখ্যালঘু বিত্ত নিগমের আয়োজনে মিলন উৎসব।শুক্রবার পার্কসার্কাসে এই মিলন উৎসব উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।এই মিলন উৎসবে থাকছে বিভিন্ন বিষয়ের ২৩০ -র উপর স্টল।মেগা জব ফেয়ার, শিক্ষা সচেতনতা শিবির, চাকরি জন্য কেরিয়ার কাউন্সিলিং, স্পট চাকরির জন্য ক্যাম্পাশিং, মেডিকেল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষার শিবির, বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব হস্তশিল্প, প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কচিকাঁচাদের জন্যে বিশেষ আয়োজনে কিড জোন, ফুড জোন, হাতের তৈরি নানান শিল্পের পরিদর্শন ও বিক্রির জন্য বিশেষ আয়োজন করা হয়েছে এই মহা মিলন উৎসবে। এদিন মিলন উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম,চার মন্ত্রী মন্ত্রী জাভেদ আহমেদ খান, গিয়াস উদ্দিন মোল্লা ও সিদ্দিকুল্ল চৌধুরী, সুজিৎ বোস,সাংসদ নাদিমুল হক ,সাংসদ আহমেদ হাসান ইমরান। বিধায়ক আব্দুল গনি ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের আধিকারিক ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পি বি সেলিম জানালেন,নিগমের কাছ থেকে ক্ষুদ্র ও মেয়াদি ঋণ নিয়ে যারা ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন, তাঁরা এখানে পণ্য সম্ভার সাজিয়ে তুলবেন। তাঁদের পণ্য কিনতে মানুষ স্টলগুলিতে হাজির হবেন। বিক্রিবাটাও ভাল হবে। নিগমের মেলা করার মূল লক্ষ্য মানুষের কাছে এই সব প্রান্তিক মানুষের সৃষ্টিকর্ম তুলে ধরা এবং তার বিপণনের ব্যবস্থা করা। এবছর প্রচুর জনসমাগম হবে এবং ক্রেতা আসবেন যা আমাদের উৎসাহিত করবে।