Breaking
23 Dec 2024, Mon

দুই বাংলা ছড়া উৎসবে সংবর্ধিত হলেন কবি  শুভায়ুর রহমান

বঙ্গনিউজ ডেস্ক,শান্তিনিকেতন:
সম্প্রতি বীরভূমের শান্তিনিকেতনে ‘কুসুমের ফেরা সাহিত্য’ পত্রিকা আয়োজিত ‘দুই বাংলা ছড়া উৎসব’ হয়।উৎসবে ভারত বাংলাদেশের ৫০ জন কবির উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন কবি শুভায়ুর রহমান ।সম্বর্ধনা পাওয়ার পর পিছনে ফেলে আসা সময় বর্ণনা করলেন কবি ও সাংবাদিক শুভায়ুর রহমান। তিনি ব্যক্তি জীবনে কষ্ট করে কিভাবে এই জায়গায় পৌঁছেছেন সে কথাও সকলের মাঝে তুলে ধরেন। তিনি সম্মানিত হওয়ার পর জানান, আমার কাছে এই সম্মাননা অনেক দামি। আমি বড় হয়েছি, আমার চলার আদর্শ বাবা মায়ের জন্যই। তাই আমার পুরষ্কার বাবা মাকে উৎসর্গ করছি।’ কবি শুভায়ুর রহমানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন দুই বাংলা ছড়া উৎসবের সম্পাদক সাকিল আহমেদ। স্মারক তুলে দেন কফিহাউসের সম্পাদক কবি অশোক রায় চৌধুরী। এবং মানপত্র পাঠ করে কবির হাতে তুলে দেন নাট্যজন ময়ূরী মিত্র। উৎসবে শুভায়ুর রহমান ছাড়াও সংবর্ধনা দেওয়া হয় কবি অচিন্ত্য সুরাল, কবি সনৎ বসু, কবি চন্দন নাথ, আঞ্জু বানু, মোনালিসা চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিপ্লব চক্রবর্তীকে। বাংলাদেশ থেকে আগত অভিনেত্রী ও কবি শ্রুতি খান, আবৃত্তি শিল্পী রুপশ্রী চক্রবর্তী ও আবু সাঈদকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে শ্রুতি নাটকে অংশগ্রহণ করেন নাট্যজন অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র। দুই বাংলা ছড়া উৎসবের সঞ্চালনা করেন কবি ও সম্পাদক সাকিল আহমেদ, শাকিলা বেগম, নীপা চক্রবর্তী, ও ডাক্তার হিমাদ্রী পাল। সাকিল আহমেদ জানান, কবি সাহিত্যিকরা লেখায় প্রাণ খুঁজে যান। তাই দুই বাংলার কবি, সাহিত্যিক এক জায়গায় হয়ে সেই স্বাদ পেল।’

Developed by